বাল্যবিয়েতে বাংলাদেশ এশিয়ায় শীর্ষে   

বাল্যবিয়েতে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে চতুর্থ ও এশিয়ায় সর্বোচ্চ বলে ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2015, 04:15 PM
Updated : 6 May 2015, 04:15 PM

জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের ‘ইমপ্রুভিং চিলড্রেনস লাইভস, ট্রান্সফরমিং দ্য ফিউচার’ শীর্ষক প্রতিবেদনে বাল্য সংক্রান্ত নানা তথ্য উঠে আসে।

বুধবার গাজীপুরে ‘বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ’ বিষয়ক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।

ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগের ‘মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব’ (মেজনিন) কর্মসূচির উদ্যোগে জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় মেজনিন কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেশালিস্ট মীর সামসুল আলমের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সেক্টর স্পেশালিস্ট সাঈদা নেওয়াজ পর্ণা।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে প্রতি তিনটি বিয়ের দুটিতেই কনের বিয়ের বয়স থাকে ১৮ বছরের নিচে থাকে। প্রতি পাঁচজন মেয়ের একজনের বিয়ে হয় ১৫ বছরের আগে, যা প্রায় ১৮ শতাংশ।

দেশের ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের ২৯ শতাংশ বর্তমানে বিবাহিত বলে জানানো হয়।

আরও বলা হয়, বাংলাদেশে ৮০ শতাংশ বাল্যবিবাহ হয় গরিব পরিবারে এবং ৫৩ শতাংশ হয় ধনীদের মধ্যে।

বাল্যবিয়ের শিকার কিশোরীদের শতকরা ২০ ভাগ ১৫ বছর বয়সের আগেই মা হয়। বাল্যবিয়ের কারণে শতকরা ৪৫টি কম ওজন ও খর্বাকৃতির শিশুর জন্ম হচ্ছে।

সন্তান জন্ম দিতে গিয়ে অপরিণত মায়েদের শতকরা ৫ জন মৃত্যুঝুঁকির সম্মুখীন হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরে জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম।

কর্মশালায় আলোচনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হোসেন, জেলা রেজিস্ট্রার জিয়াউল হক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শফিকুর রহমান তালুকদার, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা নিকাহ রেজিস্টার সমিতির সভাপতি কাজী মো. শরীফ হোসেন, আল-হেরা জামে মসজিদের ইমাম মুফতি নিজামউদ্দীন, জেলা ব্র্যাক প্রতিনিধি প্রণব কুমার রায়, মেজনিন কর্মসূচির ঝর্ণা দাস, সাঈদা সোগরা প্রমুখ।