জামালপুরের ছয় ‘রাজাকারের’ বিষয়ে আদেশ রোববার

জামালপুরের আট ‘রাজাকারের’ মধ্যে ছয়জনের কোনো খোঁজ না পাওয়ার কথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে পুলিশ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2015, 03:18 PM
Updated : 6 May 2015, 03:18 PM

তাদের অনুপস্থিতিতে এ মামলার কার্যক্রম চলবে কি-না সে বিষয়ে রোববার আদেশ দেবে আদালত।

বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ঠিক করে দেয়।

এ মামলার আট আসামি হলেন- আশরাফ হোসেন, অধ্যাপক শরীফ আহম্মেদ ওরফে শরীফ হোসেন, মো. আবদুল মান্নান, মো. আবদুল বারী, মো. হারুন, মো. আবুল হাশেম, অ্যাডভোকেট শামসুল আলম ওরফে বদর ভাই এবং এস এম ইউসুফ আলী।

এর মধ্যে শামসুল আলম ও ইউসুফ আলী কারাগারে রয়েছেন। বাকি ছয়জনকে গ্রেপ্তারের বিষয়ে প্রতিবেদন দিতে গত ২৯ এপ্রিল পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।

সে অনুযায়ী পুলিশের পক্ষ থেকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে একটি প্রতিবেদন দাখিল করা হয়। প্রসিকিউটর তাপস কান্তি বল বুধবার তা আদালতে উপস্থিপন করেন।

ট্রাইব্যুনালকে তিনি বলেন, পুলিশ ওই ছয় আসামির কোনো খোঁজ পায়নি। তাদের গ্রেপ্তারের জন্য চেস্টা অব্যাহত রয়েছে।

আদেশের পর তাপস কান্তি বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয়জনের অনুপস্থিতিতে মামলার কার্যক্রম চলবে কিনা- সে বিষয়ে রোববার আদেশ হবে।