ইউজিসির নতুন চেয়ারম্যান আব্দুল মান্নান

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দ্বাদশ চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2015, 02:51 PM
Updated : 6 May 2015, 02:51 PM

শিক্ষা মন্ত্রণালয় বুধবার অধ্যাপক মান্নানকে চার বছরের জন্য এই পদে নিয়োগের আদেশ জারি করে।

তিনি অধ্যাপক এ কে আজাদ চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

২০১১ সালে প্রতিমন্ত্রী পদমর্যাদায় ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োগ পান অধ্যাপক আজাদ। বৃহস্পতিবার তার মেয়াদ শেষ হচ্ছে।

অধ্যাপক মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার বিকাল ৩টায় অধ্যাপক আজাদের বিদায়ী সংবর্ধনার পর আমি যোগ দেব।”

১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পরের বছর প্রভাষক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে যোগ দেন আবদুল মান্নান।

চট্টগ্রামের হাটহাজারির সন্তান অধ্যাপক মান্নান ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে রাষ্ট্রপতি মনোনীত সদস্য ছিলেন।

১৯৯৬ সালের ১৬ নভেম্বর থেকে ২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন তিনি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর দেখভালের দায়িত্বে রয়েছে। বর্তমানে দেশে ৩৭টি সরকারি এবং ৮৩টি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।