না’গঞ্জের পুণ্যার্থীর মৃত্যু করতোয়ায় ডুবে

নারায়ণগঞ্জ থেকে বার্ষিক অনুষ্ঠানে আসা এক পুণ্যার্থী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় করতোয়া নদীতে ডুবে মারা গেছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2015, 02:13 PM
Updated : 6 May 2015, 02:13 PM

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নদী থেকে ডুবুরিরা জনি চন্দ্র কর্মকারের (৩০) মরদেহ উদ্ধার করেন।

জনি নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার এলাকার গোপাল চন্দ্র কর্মকারের ছেলে।

পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব-উল-বাহার জানান, পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়াপাড়ায় একটি কালী মন্দিরে বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন জনি।

মন্দির কর্তৃপক্ষের বরাত দিয়ে এসআই বাহার জানান, ওই কালী মন্দিরের পুরোহিত দুলাল চন্দ্র ঠাকুর প্রতিবছর ২২ বৈশাখ ‘নদীতে ডুব দিয়ে প্রসাদ তুলে’ ভক্তদের মধ্যে বিতরণ করেন।

এ উপলক্ষে ভারতসহ দেশের বিভিন্ন এলাকার হাজারো ভক্তের সমাগম ঘটে করতোয়াপাড়ায়।

এসআই বাহার জানান, বুধবার সকাল ৭টার দিকে করতোয়া নদীতে ডুব দিয়ে প্রসাদ তুলে ভক্তদের খাওয়ান দুলাল ঠাকুর। প্রসাদ গ্রহণ করে কিছু ভক্তের সঙ্গে নদীতে স্নান করতে নেমে জনি নিখোঁজ হন।

অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে রংপুরের ফায়ার সার্ভিসের ডুবুরিদের আনা হয় বলে জানান এসআই বাহার।