বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট ও সহকারী পরিচালকে শো-কজ

কর্তব্যে অবহেলার কারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ইকুরিয়া অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন সহকারী পরিচালককে শো-কজ এবং নিরাপত্তা কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2015, 01:15 PM
Updated : 6 May 2015, 01:15 PM

বুধবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়ার বিআরটিএ অফিস আকস্মিক পরিদর্শনকালে মন্ত্রী এ নির্দেশ দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্ত্রী বিআরটিএ অফিসের নির্ধারিত এলাকায় প্রায় ৩০ থেকে ৪০ জন বহিরাগত ব্যক্তির উপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন।

এসময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমীন, সহকারী পরিচালক আব্দুস সাত্তার ও আবু আশরাফ সিদ্দিকীকে কর্তব্যে অবহেলার জন্য কারণ দর্শাতে বিআরটিএ’র চেয়ারম্যানকে নির্দেশনা দেন তিনি।

পাশাপাশি ইকুরিয়া অফিসের নিরাপত্তা কর্মকর্তা বাংলাদেশ আনসারের প্লাটুন কমান্ডার কাউছার আহম্মেদকেও প্রত্যাহারের নির্দেশ দেন মন্ত্রী।