রাজশাহীতে জমির বিরোধে সংঘর্ষ, নিহত ১

রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ছয়জন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2015, 07:33 AM
Updated : 6 May 2015, 03:10 PM

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে গোদাগাড়ী মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ জানান।

নিহত আরশেদ আলী (৫৫) ওই গ্রামেরই  কৃষক ছিলেন। প্রতিবেশি জহির হাজীর সঙ্গে জমি নিয়ে তার বিরোধ ছিল।

ওসি ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে জহির হাজির ছেলেরা ওই জমিতে চাষ শুরু করে। খবর পেয়ে আরশেদ ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় জহিরের ছেলেরা ধারালো অস্ত্র দিয়ে আরশেদকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

সংঘর্ষে আহত আবদুল মোমিন (৩৫), মিঠুন (২৫), মাইনুল ইসলাম (৩৫), নুরুল আমিন (৩০), আরিফুল ইসলাম (২২) ও লিটনকে (৩০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর ছয়জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি ফরহাদ।