বুয়েট শাখার নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার চায় ছাত্রলীগ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ।

ঢাকা বিশ্ববিদ্যায়ল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 05:43 PM
Updated : 5 May 2015, 05:43 PM

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মিলন চত্বর এলকায় এ মানববন্ধন করে তারা।

যুদ্ধাপরাধী মোহাম্মদ কামারুজ্জামানের পক্ষ নিয়ে মন্তব্যের জের ধরে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলমকে মারধরের অভিযোগে ছাত্রলীগের বুয়েট শাখার সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ কনকের ছাত্রত্ব বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং অধ্যাপক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, “যুদ্ধাপরাধী কামারুজ্জামানের রায় নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদ করায় বুয়েট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়। এটি অত্যন্ত ন্যাক্কারজনক।

অবিলম্বে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে এবং ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যাহার করতে হবে।”

তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি নেওয়ার হুমকি দেন ছাত্রলীগ নেতা নাজমুল।

মানববন্ধনে অন্যদের মধ্যে ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুজ্জামান তারেক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্ল্যা, সাধারণ সম্পাদক ওমর শরীফ ও সাংগঠনিক সম্পাদক আদিত্য নন্দী উপস্থিত ছিলেন।