থাইল্যান্ডে মানব পাচারকারীদের খোঁজা হচ্ছে: প্রতিমন্ত্রী

থাইল্যান্ডে মানবপাচারে জড়িতদের খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 04:45 PM
Updated : 5 May 2015, 04:47 PM

মঙ্গলবার বিকালে সচিবালয়ে নিজের কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  তিনি বলেন, “ওইখানে অবৈধভাবে যারা লোক পাঠিয়েছেন, সেসব অপরাধীদের খুঁজে বের করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মালয়েশিয়া সীমান্তের কাছে থাইল্যান্ডের সংখলা প্রদেশে পাহাড়ি জঙ্গলের বন্দি শিবিরের খোঁজ পেয়েছে পুলিশ। শুক্রবার এক শিবিরে একটি গণকবর থেকে ২৬ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়।

এই বন্দিশিবিরে পাচার বা অপহরণের শিকার হওয়া পাঁচ শতাধিক অভিবাসীকে মেরে ফেলা হয়ে থাকতে পারে বলে বেঁচে যাওয়া একজনের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

এসব বন্দির অধিকাংশ মিয়ানমারের রোহিঙ্গা ও বাংলাদেশি বলেও এসব প্রতিবেদনে বলা হয়।

এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “যারা গেছে তারা অনেক আগেই সেখানে গেছেন। একজন ভুক্তভোগী বলেছেন, সে আট/নয় মাস আগে গেছেন।”

সাগরপথে অবৈধভাবে নৌযানে করে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করার ঘটনা বাংলাদেশে বেশ আলোচিত। সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের কয়েকটি চালান ধরাও পড়েছে।

এভাবে মানবপাচার ঠেকাতে বিজিবি ও কোস্টগার্ডের তৎপরতা বাড়ানো হয়েছে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন।

কেউ যেন এই চক্রের মাধ্যমে প্রতারিত না হন সে বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।