নদী দূষণ: এস আলম গ্রুপের মিলের জরিমানা

অপরিশোধিত তরল বর্জ্যে কর্ণফুলি নদী দূষণের দায়ে  চট্টগ্রামে এস আলম সুগার রিফাইন্ড মিলসহ দুই শিল্প প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 04:08 PM
Updated : 5 May 2015, 04:08 PM

মঙ্গলবার ঢাকায় পরিবেশ অধিদপ্তরে শুনানি শেষে এ জরিমানা করা হয়।

এস আলম সুগার রিফাইন্ড মিলস লিমিটেডের পাশাপাশি সি মার্ক বিডি লিমিটেডকে জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (মনিটরিং ও এনফোর্সমেন্ট) মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য কর্ণফুলিতে ফেলার দায়ে এস আলম সুগার রিফাইন্ড মিলস লিমিটেডকে ১০ লাখ টাকা এবং মাছ প্রক্রিয়াজতকরণ কারখানা সি মার্ক বিডি লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

গত ৫ এপ্রিল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আলমগীরের নেতৃত্বে একটি দল চট্টগ্রামের বিভিন্ন কারখানায় অভিযান চালায়। সে সময় এ দুই কারখানা থেকে দূষণের প্রমাণ পেয়ে মঙ্গলবার ঢাকায় তাদের শুনানিতে ডাকা হয়।

এছাড়া বালু নদী দূষণের দায়ে ঢাকার তিনটি প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়।

ঢাকার কুড়িল বাড্ডায় অবস্থিত একোয়া ওয়াশিংকে ১৪ লাখ টাকা, আবাবিল এন্টারপ্রাইজকে দুই লাখ এবং ঝুমকা টেক্সটাইলকে দুই লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।