চাঁপাইনবাবগঞ্জে দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেবোত্তর সম্পত্তি রক্ষা ও মন্দিরে সন্ত্রাসী হামলা বন্ধের দাবি জানিয়েছে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 04:00 PM
Updated : 5 May 2015, 04:00 PM

মঙ্গলবার দুপুরে শহরের সাধারণ পাঠাগারে এক সংবাদ সম্মেলনে দুই সংগঠনের নেতারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে তারা বলেন, শিবগঞ্জে অবস্থিত শ্রী শ্রী বঙ্কবিহারী দেবোত্তর এস্টেটের মন্দির ও মন্দিরের ৬৮বিঘা কৃষি জমি ও পুকুর দখল করার জন্য ‘আওয়ামী লীগের’ নাম ভাঙ্গিয়ে স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলর কয়েক দফা মন্দিরে হামলা চালান।

সর্বশেষ গত ৪মে ওই কাউন্সিলর তার বাহিনী নিয়ে মন্দিরে প্রবেশ করে বোমা হামলা ও গুলিবর্ষণ করেন। পুকুর থেকে প্রায় ৮মণ মাছ লুট করে।

এসব ঘটনায় থানায় এজাহার দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তারা।

এছাড়াও মন্দিরে হামলা বন্ধের দাবিতে আগামী ১৮মে চাঁপাইনবাবগঞ্জ সদরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মোহিত কুমার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল কুমার ঘোষ, শিবগঞ্জ উপজেলা সম্পাদক শ্রী প্রদীপ বড়গরিয়া, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সম্পাদক শ্রী দিলিপ রায়, উপজেলা  সাধারণ সম্পাদক শ্রী কুনাল মুখার্জী, কমল কৃমার ত্রীবেদি, শ্রী শুভাষ পাণ্ডে প্রমুখ।