অস্থিমজ্জা প্রতিস্থাপন হবে সিএমএইচেও

ঢাকা মেডিকেলের পর ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দেশের দ্বিতীয় অস্থিমজ্জা (বোন ম্যারো) প্রতিস্থাপন কেন্দ্র চালু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 03:35 PM
Updated : 5 May 2015, 03:35 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকালে এই অস্থিমজ্জা প্রতিস্থাপন কেন্দ্র উদ্বোধন করেন।

একইসঙ্গে প্রধানমন্ত্রী সিএমএইচে পোস্ট-অ্যানেস্থেটিক কেয়ার ইউনিট, ক্রিটিক্যাল কেয়ার সেন্টার, ক্যাজুয়ালটি অ্যান্ড ইমার্জেন্সি ইউনিট, আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স এবং সেনাসদর কনফারেন্স অ্যান্ড অডিটোরিয়াম কমপ্লেক্সের উদ্বোধন করেন।  

২০১৩ সালের ২০ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের প্রথম অস্থিমজ্জা প্রতিস্থাপন কেন্দ্র চালু হয়। দ্বিতীয় হাসপাতাল হিসেবে সিএমএইচে এ সুবিধা চালু হল।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, নৌ-বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান রিয়ার অ্যাডমিরাল এ এম এম আওরাঙ্গজেব চৌধুরী, প্রতিরক্ষা সচিব কাজী হাবিবুল আউয়ালসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর সাবেক প্রধানরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।