শিক্ষক লাঞ্ছনা: জগন্নাথের ছাত্রলীগ নেতা চিরতরে বহিষ্কৃত

এক শিক্ষককে লাঞ্ছিত করায় ছাত্রলীগের এক নেতার ছাত্রত্ব বাতিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 01:46 PM
Updated : 5 May 2015, 01:46 PM

বহিষ্কৃত আরজ মিয়া সরকার সমর্থক সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ সেমিস্টারের (২০০৯-১০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন তিনি।

গত ২৬ এপ্রিল লোকপ্রশাসন বিভাগের শিক্ষক লুবনা জেবিনকে লাঞ্ছিত করার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরজকে সাময়িক বহিষ্কার করে ঘটনা তদন্তে একটি কমিটি করে।

মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের এই নেতাকে আজীবন বহিষ্কারের কথা জানানো হয়। 

যৌন নিপীড়নের ঘটনা তদন্তে হাই কোর্টের নির্দেশনায় গঠিত ‘অভিযোগ কমিটি’র সুপারিশের পরিপ্রেক্ষিতে উপাচার্য তার ক্ষমতাবলে আরজ মিয়াকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।