হুমকিতে বাড়িছাড়া ৩ হিন্দু পরিবার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাদপাড়া গ্রামের তিনটি হিন্দু পরিবার চাঁদাবাজ সন্ত্রাসীদের হুমকির মুখে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। 

বিমল সাহা ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 10:43 AM
Updated : 5 May 2015, 11:52 AM

দুই দফায় এ তিন পরিবার বাড়ি ছেড়েছে বলে স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেছে। তবে, তারা কোথায় গেছে তা কেউ বলতে পারছে না।

পুলিশ বিষয়টি শুনলেও এ ব্যাপারে কোনো অভিযোগ পায়নি বলে জানায়।

সারুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন এবং নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানান, নাদপাড়া গ্রামের সমরেন মন্ডল ও বিপুল মন্ডল সংসারের প্রয়োজনে মাসখানেক আগে ১২ কাঠা জমি বিক্রি করেন।

এরপর থেকে পার্শ্ববর্তী আউশিয়া গ্রামের একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে আসছিল।

তারা প্রতিদিন সকাল, দুপুর ও রাতে মোটর সাইকেলযোগে তাদের বাড়ি গিয়ে গালাগাল ও হুমকি দিত, দীর্ঘক্ষণ ওই বাড়িতে অবস্থান করে বারন্দায় বসে মাদক সেবন করত।

এছাড়া তাদেরকে বাড়ি থেকে বের হতে নিষেধ করত।

প্রতিবেশীরা জানান, ভয়ে শুক্রবার ওই দুই ভাই পরিবার-পরিজন নিয়ে পালিয়ে যান। তাদের বৃদ্ধা মা নির্মলা মন্ডল প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। 

এছাড়া মাসখানেক আগে তাদের আরেক প্রতিবেশী দেবেন্দ্রনাথ বিশ্বাস চাঁদাবাজদের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। 

চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পার্শ্ববর্তী  চরআউশিয়া ও আউশিয়া গ্রামের সন্ত্রাসীদের ভয়ে এ তিন পরিবার পুলিশ বা প্রশাসনকে অভিযোগ করেনি।

শৈলকুপা থানার ওসি হাশেম খান বলেন, তার কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি। তবে, মঙ্গলবার তিনি খবরটি শুনেছেন।

সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং পরিবারগুলোকে নিরাপত্তা দিয়ে ফিরিয়ে আনবেন বলেও তিনি জানান।