মেয়র-কাউন্সিলরদের শপথ বুধবার

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে নব-নির্বাচিত মেয়র এবং কাউন্সিলদের শপথ হবে বুধবার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 10:27 AM
Updated : 5 May 2015, 01:05 PM

ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের শপথ পড়ানো হবে বলে মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়রদের এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কাউন্সিলরদের শপথ পড়াবেন।

ফল ঘোষণার ৩৬ ঘণ্টার মধ্যে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম-ঠিকানাসহ বৃহস্পতিবার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

এবার তিন নগরে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ঢাকা উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাঈদ খোকন ও চট্টগ্রামে আ জ ম নাছির উদ্দিন জয়ী হয়েছেন।

সেই সঙ্গে ঢাকা উত্তরে সাধারণ ওয়ার্ডে ৩৬ জন, নারী সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন; দক্ষিণে ৫৭ জন সাধারণ ওয়ার্ডে ও ১৯ জন সংরক্ষিত কাউন্সিল এবং চট্টগ্রামে ৪১ জন সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে ৪৪ শতাংশ ভোট পড়েছে মেয়র পদে। সাধারণ কাউন্সিলর পদে ঢাকার দুই ভাগে ৪১ শতাংশ, চট্টগ্রামে ৪৯ শতাংশ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৪২ শতাংশ ভোট পড়েছে।