স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম হত্যা মামলায় চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 06:45 AM
Updated : 5 May 2015, 09:28 AM

মঙ্গলবার জয়পুরহাটের জেলা ও দায়রা জজ মিজানুর রহমান দশ বছর আগের এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-  সদর উপজেলার তেঘরবিশা গ্রামের মজিরউদ্দিন ওরফে মজিবরের দুই ছেলে তছলিম উদ্দিন টিপলু ও ফরহাদ হোসেন, আলাউদ্দিন আকন্দের ছেলে হায়দার আলী এবং জয়পুরহাট শহরের দেওয়ানপাড়ার নজরুল ইসলামের ছেলে সাপিন।

এদের মধ্যে সাপিন ও ফরহাদ পলাতক বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান। অপর দুই আসামি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালে ৩০ নভেম্বর সন্ধ্যায় তেঘরবিশা গ্রামের চারমাথা এলাকায় বাবার চায়ের দোকানে বসে থাকা অবস্থায় সিরাজুলকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। 

নিহতের বাবা মজিবর রহমান ওই রাতেই ১৩ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

আইনজীবী নৃপেন্দ্রনাথ জানান, অভিযুক্তদের মধ্যে চারজন পরে বিভিন্ন সময় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এবং একজন প্রতিপক্ষের হাতে নিহত হন।