টেকেরহাটে ট্রাক-নছিমন সংঘর্ষে নিহত ৪

গোপালগঞ্জের টেকেরহাট উত্তরপাড়ে ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও কমপক্ষে আটজন আহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 02:53 AM
Updated : 5 May 2015, 07:40 AM

মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে মুকসুদপুর উপজেলার টেকেরহাট উত্তরপাড়ে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম জানান। 

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রামের যশোদা ওঝার ছেলে কানাই লাল ওঝা (৭০), একই উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের বননা বিশ্বাসের স্ত্রী কামনা বিশ্বাস (৪০), মুকসুদপুর উপজেলার চর প্রসন্নদি গ্রামের রহম খানের ছেলে নোয়া খান (৬৫) এবং মাদারীপুর জেলার  রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের ইমাতের ছেলে মিরাজুল (৪০)।

আহতদের মধ্যে বিথিকা ও সুখদেব নামের দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের রাজৈর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. হোসেন সরকার জানান, ফরিদপুর থেকে হাঁস-মুরগীর খাবার নিয়ে ট্রাকটি বরিশাল যাচ্ছিল। আর টেকেরহাট থেকে ধানকাটা শ্রমিকদের নিয়ে নছিমনটি যাচ্ছিল গোপালগঞ্জের ছাগলছিড়ায়।

পথে টেকেরহাট উত্তরপাড়ে এবি ফিলিং স্টেশনের কাছে দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

এস আই সালাম জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই চারজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।