চিকিৎসা নিয়ে ফিরেছেন রাষ্ট্রপতি

সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2015, 05:26 PM
Updated : 4 May 2015, 05:26 PM

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সোমবার রাতে রাষ্ট্রপতি ঢাকায় পৌঁছান বলে বঙ্গভবনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এসময় বিমান বন্দরে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। 

পাঁজরে ব্যথা নিয়ে চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার সিঙ্গাপুর গিয়েছিলেন আবদুল হামিদ।

রাষ্ট্রপতি ঢাকা ছাড়ার আগে তার প্রেসসচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “রাষ্ট্রপতির বুকের পাঁজরে তীব্র ব্যথা হওয়ায় চিকিৎসকের পরামর্শে চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যাচ্ছেন।”

গত ২৬ এপ্রিল রাষ্ট্রপতি ব্যথা নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন বলে জানান তিনি।

এর আগে গত মাসে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান রাষ্ট্রপতি। আট দিনের সফর শেষে ১৫ মার্চ দেশে ফেরেন তিনি।

৭২ বছর বয়সী আবদুল হামিদ স্পিকারের দায়িত্বে থাকার সময় চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুরে যেতেন। ২০১৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন তিনি।