বিমানবন্দরে ২ কোটি টাকার ওষুধ জব্দ

শাহজালাল বিমানবন্দরে দুই কোটি টাকার মূল্যের অবৈধ ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2015, 04:14 PM
Updated : 4 May 2015, 04:14 PM

সোমবার রাত ৮টার দিকে চট্টগ্রামের বার্ডস ইন্টারন্যাশনালের নামে আনা ওষুধগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২ মে ইন্ডিয়ান এয়ারওয়েজে করে ৭৫ কার্টন ওষুধ আনা হয়।

“ওষুধগুলোর আনুমানিক বাজারমূল্য দুই কোটি টাকা।”

এদিকে তিন লাখ সত্তর হাজার সৌদি রিয়ালসহ মনির হোসেন নামে একজনকে আটক করেছে শুল্ক বিভাগ।

বিমানবন্দরের শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার সোহেল রহমান বলেন, রাত ৮টার দিকে মনিরকে বিমানবন্দরের ৬ নম্বর গেইট থেকে আটক করা হয়।

“তার দেহ ও ট্রলি ব্যাগ তল্লাশি করে সৌদি রিয়ালগুলো পাওয়া যায়। ৮টা ৪০ মিনিটের ফ্লাইটে তার সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল।”