গার্মেন্ট শ্রমিকদের বিশেষ বরাদ্দের দাবি

আগামী বাজেটে তৈরি পোশাক শ্রমিকদের জীবন যাত্রার মানোন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিকদের একটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2015, 03:54 PM
Updated : 4 May 2015, 03:54 PM
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন।

সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, জাতীয় বাজেটে গার্মেন্ট শ্রমিকদের সমস্যা সমাধানের কোনো নির্দেশনা অথবা কোনো বরাদ্দ না থাকায় গার্মেন্ট শ্রমিকরা হতাশ ও উদ্বিগ্ন।

“দেশের সাড়ে পাঁচ হাজার কারখানায় ৪২ লাখ শ্রমিকের রেশনিং, শ্রমিক কলোনি, মাতৃত্বকেন্দ্র ও শিশু লালন কেন্দ্রস্থাপন, পরিবহন ও শিল্প এলাকাভিত্তিক হাসপাতাল স্থাপনের জন্য কোনো বরাদ্দ না থাকায় শ্রমিকরা নানা সমস্যায় জর্জরিত।

“এসব সমস্যা সমাধানের জন্য ২০১৫-১৬ অর্থ বছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার জন্য দাবি জানাচ্ছি।”

তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহারে গার্মেন্ট শ্রমিকদের জন্য পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়িত হয়নি।

“ফলে স্বল্প মজুরিতে জীবনজাপন দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষুধার্ত-পুষ্টিহীন শ্রমিকদের পক্ষে শিল্পে কাঙ্খিত উৎপাদন ও উৎপাদনের মান বজায় রাখা কঠিন।”

বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে আগামী ১৫ মে জাতীয় প্রেসক্লাবের সামনে ঐক্যবদ্ধ শ্রমিক সমাবেশের ঘোষণা দেন আমিন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শাফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা নুরুন্নাহার, আরিফা আক্তার, নাসিমা আক্তার ও ইলিয়াস।