দিনাজপুরে অপহৃত ২ ব্যবসায়ী উদ্ধার

মুক্তিপণের জন্য অপহৃত পাবনা ও ফরিদপুরের দুই ব্যক্তিকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে পুলিশ উদ্ধার করেছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2015, 02:52 PM
Updated : 4 May 2015, 02:52 PM

সোমবার বিকালে শিবরামপুর ইউনিয়নের দেউলি গ্রামে শহীদ ডাকাত হিসেবে পরিচিত এক ব্যক্তির বাড়িতে এ অভিযান চালানো হয়।

এরা হলেন পাবনার আতাইকুলার মধুপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল মতিন (২৮) এবং ফরিদপুরের ডেমরা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে গোলাম কিবরিয়া (২৯)।

অপহরণকারীদের নির্যাতনে অসুস্থ হওয়ায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার দক্ষিণ শ্যামপুরে ম্যানভিল স্টাইল লিমিটেডের সঙ্গে ব্যবসা করার কারণে এই প্রতিষ্ঠানের কর্মচারী ইয়াছিন আলী নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয়। তার বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়।

গত সপ্তাহে ইয়াছিন তাকে বীরগঞ্জে বেড়াতে যাওয়ার অনুরোধ করেন।

এরপর তিনি তার বন্ধু আব্দুল মতিনকে সঙ্গে নিয়ে রোববার বিকালে রওনা হয়ে রাত ৩টার দিকে ঠাকুরগাঁও পৌঁছেন।

সেখান থেকে ইয়াছিন মোটরসাইকেলে করে তাদের ওই বাড়িতে নিয়ে যান।

কিবরিয়া আরও জানান, ইয়াছিন চলে যাওয়ার পর ৭-৮ জন যুবক এসে তাদের দুইজনকে বেঁধে বেধড়ক পিটুনি দেয়। এরপর তার মোবাইল ফোন থেকে তার পরিবারের কাছে ৩০ লাখ টাকা দাবি করে।

বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, দুই যুবককে আটকে রেখে ৩০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনা পরিবারের লোকজন র‌্যাবকে জানায়।

র‌্যাব মোবাইল ট্র্যাকিং করে তাদের অবস্থান জানতে পেরে বিষয়টি দিনাজপুর পুলিশ সুপারকে অবহিত করে।

এরপর পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

এসআই নাজমুল আরও জানান, অভিযানের সময় ওই বাড়িতে কেউ ছিল না। দরজা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে হাত-পা বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করা হয়।