নেপালে ১০ হাজার মেট্রিক টন চাল, পানি পাঠাচ্ছে বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভূমিকম্প বিধ্বস্ত নেপালের দুর্গত মানুষের জন্য ১০ হাজার মেট্রিক টন চাল ও বিশুদ্ধ খাবার পানি পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2015, 09:56 AM
Updated : 4 May 2015, 12:45 PM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে এই ত্রাণ পাঠানোর নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০ হাজার মেট্রিকটন চাল ও পর্যাপ্ত খাবার পানি পাঠানোর জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।”

নির্দেশ পাওয়ার পর সোমবারই ত্রাণ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, “সড়ক ও আকাশ পথে এসব ত্রাণ নেপালে পৌঁছানো হবে।”

গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নেপালে ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

দুর্গতদের জন্য জরুরি ওষুধ, তাঁবু, বিস্কুটসহ টিনজাত শুকনো খাবার , কম্বলসহ ১০ টন ত্রাণসামগ্রী নিয়ে বাংলাদেশের ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল পরদিনই কাঠমান্ডু পৌঁছায়।

ভূমিধস ও খারাপ আবহাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নেপালের প্রত্যন্ত জেলাগুলোতে এখনো ত্রাণ বিতরণ বাধাগ্রস্ত হচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমের খবর।