গৃহবধূকে পুড়িয়ে হত্যা চেষ্টা: মামলা দায়ের

কিশোরগঞ্জের করিমগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 02:40 PM
Updated : 3 May 2015, 02:40 PM

রোববার বিকালে ওই গৃহবধূর বড়ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে করিমগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

করিমগঞ্জ থানার ওসি মো. বজলুর রহমান জানান, মামলায় গৃহবধূর স্বামী আশিকুল হক, শ্বশুর আনোয়ারুল হক, শাশুড়ি পারুলা আক্তার, দেবর মাশেকুল হক ও ফুফু শাশুড়ি হাওয়া বিবিকে আসামি করা হয়েছে।

শনিবার উপজেলার নোয়াবাদ ইউনিয়নের উলুখলা গ্রামের পাপিয়া আক্তার (১৯) নামের ওই গৃহবধূকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া যায় তার স্বামীর বিরুদ্ধে।

বর্তমানে গৃহবধূ পাপিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পরপর পাপিয়ার দেবর মাসেকুল হক পুলিশের হাতে গ্রেপ্তার হলেও স্বামী আশিকুল, শ্বশুর ও শাশুড়ি পলাতক রয়েছেন।