দিনাজপুরে খেলার মাঠে ঝগড়া, ব্যাটের আঘাতে যুবকের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে খেলার মাঠে ঝগড়ার জেরে ক্রিকেট ব্যাটের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 05:59 AM
Updated : 3 May 2015, 01:17 PM

পার্বতীপুর মডেল থানার ওসি মাহামুদুল হাসান জানান, শনিবার বিকালে উপজেলার বাইতুল আমান মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।

রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে আরিফুল ইসলাম নামে ওই যুবকের মৃত্যু হয়।

২০ বছর বয়সী আরিফের বাড়ি পার্বতীপুরের মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর দোলাপাড়া গ্রামে।

এ ঘটনায় গোবিন্দপুর বায়তুল আমান ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র আকরাম আলীকে (১৯) আটক করেছে পুলিশ।  

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, শনিবার বিকেলে মাদ্রাসার মাঠে ক্রিকেট খেলার সময় আকরামের সঙ্গে আরিফের তর্ক বাঁধে।

“এক পর্যায়ে আকরাম ব্যাট দিয়ে আরিফের মাথায় আঘাত করে। এতে আরিফ গুরুতর জখম হলে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুরে স্থানান্তর করা হয়। সেখানে ভোরে তার মৃত্যু হয়।”

ওসি জানান, এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি হত্যা মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।