মেয়ের চুল ‘কর্তন’, আহত বাবা

ঝালকাঠীর রাজাপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বাবা ও মেয়েকে মারধর করে মেয়ের চুল কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঝালকাঠী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2015, 04:00 PM
Updated : 28 April 2015, 04:00 PM

মঙ্গলবার নিজ গালুয়া গ্রামে এ ঘটনায় আহত স্কুলছাত্রী মনিকা আক্তার (১৬) ও তার বাবা মো. জামাল মীর এখন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

মনিকা ও জামাল মীর অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে সকালে তাদের প্রতিবেশী মদি মীরের ছেলে ফরিদ মীর ও ফিরোজ মীর লোকজন নিয়ে ঘরে ঢুকে তাদের উপর হামলা চালায়।

এক পর্যায়ে ফরিদ মীর ও ফিরোজ মীর মনিকাকে আটকে ধরে রাখে এবং তাদের দুই ভাইয়ের স্ত্রী ও মেয়েরা কাঁচি দিয়ে মনিকার মাথার চুল কেটে নেয় এবং তার শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে জখম করে।

হামলায় জামালের হাত ভেঙে যায় বলেও জানান তারা।

এ ব্যাপারে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) হারুন-অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনা তদন্তে স্বাস্থ্যকেন্দ্র ও এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

বিয়ষটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মনিকা উপজেলার গালুয়া মাতৃকল্যাণ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।