চট্টগ্রামের ভোটকেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলা

সিটি করপোরেশন নির্বাচনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভোট কেন্দ্র দখলের পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2015, 03:32 PM
Updated : 28 April 2015, 06:59 PM

মঙ্গলবার ভোটগ্রহণ শুরুর পর সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে নগরীর আগ্রাবাদ ব্যাপারী পাড়ার তালেবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালিশহর কেজিএন স্কুল ও ফতেয়াবাদ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসব হামলা হয়।

তালেবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মহিলা বুথে সকাল সাড়ে ১০টার দিকে একদল পুরুষের সিল মারার ছবি ধারণ করেন বিভিন্ন টেলিভিশনের ক্যামেরা পার্সনরা।

আরটিভির প্রতিবেদক কাজী মনজুরুল ইসলাম বলেন, “কেন্দ্র থেকে বের হয়ে আসার পর কিছু যুবক আমাদের ক্যামরা কেড়ে নিয়ে ভাংচুর করে। বাধা দিলে ক্যামেরা পার্সন পারভেজসহ আমাকে মারধর করা হয়।”

হামলাকারীদের গলায় ক্ষমতাসীন দলসমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের ‘হাতি’ মার্কার কার্ড ছিল বলে অভিযোগ করেন মনজুরুল।

এদিকে বেলা ১১টার দিকে হালিশহর কেজিএন স্কুলে মেয়র প্রার্থী আ জ ম নাছিরের সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষের ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন একাত্তর টেলিভিশন চট্টগ্রামের প্রতিবেদক আজাদ তালুকদার ও ক্যামরা পার্সন জহিরুল ইসলাম।

একাত্তর টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর প্রধান মাঈনুদ্দিন দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কেন্দ্রে তাদের ক্যামরা পার্সনকে মারধর করা হয়। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে প্রতিবেদক আজাদ তালুকদারও হামলার শিকার হন।

বেলা পৌনে ১১টার দিকে ফতেয়াবাদ সিটি করপোরেশন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখলে নিয়ে হাতি প্রতীকে সীল মারার খবর পেয়ে সাংবাদিকরা সেখানে ছুটে যান।

সে সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক মিঠুন চৌধুরীকে ঘিরে ধরে কয়েকজন। নিজেদের ছাত্রলীগ, যুবলীগ ও বঙ্গবন্ধু শ্রমিক লীগের নেতাকর্মী পরিচয় দিয়ে তারা সাংবাদিকদের চলে যেতে বলেন।