ভূমিকম্পে ভবনে ফাটল, গাছতলায় পরীক্ষা

কয়েক দিনের ভূমিকম্পে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দিয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2015, 01:48 PM
Updated : 28 April 2015, 01:48 PM

দেয়াল ধসে পড়ার আশঙ্কায় শিক্ষার্থীরা শ্রেণি কক্ষের ভেতরে পরীক্ষা দিতে সাহস পাচ্ছে না। ফলে বাধ্য হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ মাঠে গাছ তলায় প্রথম সাময়িক পরীক্ষা নিচ্ছেন।

স্কুল কর্তৃপক্ষ জানায়, শনিবারের ভূমিকম্পে বিদ্যালয়ের ভবনের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয়। রোববার ও সোমবারের ভূমিকম্পে সেই ফাটল আরো বড় আকার নেয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আলী বলেন, ভবনটি অনেক দিনের পুরনো। ভবনের অনেক জায়গায়  ভূমিকম্পে ফাটল দেখা দিয়েছে। শিক্ষার্থীরা দেয়াল ভেঙ্গে পড়বে এই ভয়ে ভবনে চলতি প্রথম সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছে না।

বাধ্য হয়েই খোলা আকাশের নিচে গাছতলায় তাদের পরীক্ষা নিতে হচ্ছে বলে জানান তিনি।

গোবিন্দগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু তারেক মো. রওনক আকতার বলেন, বিদ্যালয়ের ক্ষয়ক্ষতি উল্লেখ করে অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।