চট্টগ্রামে বিজয়ী নাছির

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2015, 12:42 PM
Updated : 28 April 2015, 10:34 PM

মঙ্গলবার গভীর রাতে মোট ৭১৯টি কেন্দ্রের সবগুলোর ঘোষিত বেসরকারি ফলাফলে হাতি প্রতীক নিয়ে নাছির পেয়েছেন ৪,৭৫,৩৬১ ভোট।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী নির্বাচন বর্জন করা বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম কমলা লেবু প্রতীকে পেয়েছেন ৩,০৪,৮৩৭ ভোট।

দিনভর ভোটগ্রহণের পর এম এ আজিজ স্টেডিয়ামে স্থাপিত নিয়ন্ত্রণ কেন্দ্রে ভোট গণনা শেষে রাত সাড়ে ৩টায় চূড়ান্ত ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

ভোটগ্রহণের মাঝ পর্যায়ে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষ থেকে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়। তবে অনিয়মের অভিযোগে কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়নি।

১৮ লাখের বেশি ভোটার নিয়ে গঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১২ জন ।

অন্য প্রার্থীদের মধ্যে চরকা প্রতীকে ইসলামী ফ্রন্টের এম এ মতিন ১১,৬৫৫ ভোট, টেবিল ঘড়ি প্রতীকে ওয়ায়েজ হোসেন ভুঁইয়া ৯,৬৬৮ ভোট, ডিশ অ্যান্টেনা প্রতীকে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী সোলায়মান আলম শেঠ ৬,১৩১ ভোট, ময়ূর প্রতীকে ইসলামিক ফ্রন্টের হোসাইন মোহাম্মদ মুজিবুল হক শুক্কুর ৪,২১৫ ভোট, ফ্লাক্স প্রতীকে সাইফুদ্দিন আহমেদ রবি ২,৬৬১ ভোট এবং টেলিস্কোপ প্রতীকে গাজী মো. আলাউদ্দিন ২,১৪৯ ভোট পেয়েছেন।

বাস প্রতীকে বিএনএফের ‍আরিফ মঈনুদ্দিন ১,৭৭৪ ভোট, দিয়াশলাই প্রতীকে আবুল কালাম আজাদ ১,৩৮৫ ভোট, ক্রিকেট ব্যাট প্রতীকে সৈয়দ সাজ্জাদ জোহা ৮৪৫ এবং মাছ প্রতীকে শফিউল আলম ইলিশ ৬৮০ ভোট পেয়েছেন।

মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণের পাশাপাশি একযোগে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হয়। এখানে ৭১৯টি কেন্দ্রে ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট পড়েছে।

প্রদত্ত ৮,৬৮,৬৬৩টি ভোটের মধ্যে বাতিল হয়েছে ৪৭,২৯২টি; বৈধ ভোট ৮,২১,৩৭১টি।

এছাড়াও চট্টগ্রামে ৪১টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২১৭ জন ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।