কর্মশালায় খাবার খেয়ে ৪০ পুলিশ অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জে এক কর্মশালায় হোটেলের খাবার খেয়ে দুই ওসি ও নারীসহ ৪০ পুলিশ সদস্য অসুস্থ হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2015, 06:43 AM
Updated : 28 April 2015, 06:43 AM

সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুরের মধ্যে এ অসুস্থদের মধ্যে ছয় জনকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বাসায় চিকিৎসা নিচ্ছেন। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সারোয়ার জানান, সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সম্মেলন কক্ষে জেন্ডার সংবেদনশীল পুলিশিং বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

ওই কর্মশালায় ৪০ জন পুলিশ সদস্য অংশ নেন।

দুপুরে একটি স্থানীয় হোটেল থেকে খাবার সরবরাহ করা হয়। ওই খাবার খেয়ে সন্ধ্যা থেকে পুলিশ সদস্যরা অসুস্থ হতে থাকেন।

এদের মধ্যে এসআই দুলাল উদ্দীন ও তিন মহিলা কনস্টেবলসহ ছয় জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

এছাড়া সদর থানার ওসি গোলাম মোর্ত্তুজা, পরিদর্শক (তদন্ত) গোলাম সারোয়ারসহ অন্যরা তাদের নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। 

আধুনিক সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বেনজির আহমেদ জানান, খাবার থেকে বিষক্রিয়ার কারণে পুলিশ সদস্যরা অসুস্থ হয়েছেন।