সিলেটে ৩ শিশু উদ্ধার, পাচারকারী আটক

সিলেট নগরীতে মধ্যরাতে তিন শিশুকে উদ্ধার ও পাচারকারী সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2015, 06:29 AM
Updated : 28 April 2015, 06:29 AM

সোমবার রাত ১টার দিকে তালতলা এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি মো. সোহেল আহমদ।

আটক আসাদ জামান আপন (২৫) আখাউড়া বাইপাস সড়ক এলাকার লিটন মিয়ার ছেলে।

উদ্ধার শিশুরা হলো- আখাউড়া শান্তিপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আরাফাত হোসেন (১২), একই এলাকার ফেরদৌস মিয়ার ছেলে আসাদুল ইসলাম (১৩) এবং মুক্তার মিয়ার ছেলে জয়নাল আবেদীন (৯)।

এদের মধ্যে আসাদুল আখাউড়া দাখিল মাদ্রাসার অষ্টম ও জয়নাল চতুর্থ শ্রেণীর ছাত্র।

শিশুরা পুলিশকে জানিয়েছে, গত রোববার আসাদুল ও জয়নাল মাদ্রাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরে তারা আরেক বন্ধু আরাফাতকে নিয়ে রাতে স্থানীয় একটি বাজারে ঘুরছিল।

এ সময় আপন নামের ওই যুবক তাদের কাজ ও খাবারের প্রলোভন দেখিয়ে ট্রেনে করে সিলেটে নিয়ে আসে।

ওসি সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মধ্যরাতে তালতলা মসজিদের গেটের সামনে তিন শিশুসহ ছয় জন ঘোরাঘুরি করছিল।

তাদেরকে দেখে সন্দেহ হলে মসজিদের পেশ ইমাম হাবিব আহমদ শিহাব পুলিশে খবর দেন।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আপনকে আটক করে এবং তিন শিশুকে নিজেদের হেফাজতে নেয়। এসময় আপনের আরো দুই সঙ্গী পুলিশ দেখে দ্রুত পালিয়ে যায়।

“শিশুদের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। স্বজনদের জানানো হয়েছে। এর পেছনে পাচারের উদ্দেশ্য রয়েছে না কি অন্য কোনো কারণ আছে তা তদন্ত করে বোঝা যাবে,” বলেন তিনি।