আনিসুল ‘শতভাগ’ আশাবাদী

রাজধানীর বনানী বিদ্যা নিকেতনে স্কুল কেন্দ্রে ভোট দিয়ে জয়ের আশা প্রকাশ করেছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগসমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2015, 04:55 AM
Updated : 28 April 2015, 03:01 PM

সকাল সাড়ে ৯টার পর বাবাকে সঙ্গে নিয়ে ভোট দিতে কেন্দ্রে যান এই ব্যবসায়ী। 

আনিসুল পরে সাংবাদিকদের বলেন, “শুনিনি কেউ কাউকে বাধা দিচ্ছে। আমি শতভাগ আশাবাদী জয়ের ব্যাপারে। আমি ঢাকার গলিগে গলিতে ঘুরেছি। মানুষের চোখে চোখ রেখেছি। আমি আশা করি, আল্লাহ রহম করবে, ঢাকাবাসী তাদের মেয়র নির্বাচিত করবে।”

একই কেন্দ্রে ভোট দেন আনিসুলের বাবা শরীফুল হক ও স্ত্রী রুবানা হক।

ভোট দেওয়ার পর ৯২ বছর বয়সী শরীফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ছেলের জয়ের বিষয়ে আশাবাদী।”

আনিসুলের সঙ্গে তিন ছেলে ও তিন ভাইবোন ভোট কেন্দ্রে এসেছিলেন। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল টেবিল ঘড়ি প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।