ভোট দিলেন তাবিথ, সুষ্ঠু নির্বাচনের আশা

সকালেই ভোট দিয়ে সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2015, 02:53 AM
Updated : 28 April 2015, 03:25 AM

মঙ্গলবার সকাল ৮টায় ভোট শুরুর কয়েক মিনিটের মধ্যে গুলশানে ‘মানারাত ইন্টারন্যাশাল স্কুল’ কেন্দ্রে ভোট দেন তিনি।

মেয়র পদে ‘বাস’ প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে আছেন  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল।

ভোট দিয়ে বেরিয়ে তাবিথ সাংবাদিকেদের বলেন, “অনেক দিন পর আমরা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি। ভোটের আগের দিন সোমবার রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হচ্ছিল। ভোটের দিন আমাদের এজেন্টরা কেন্দ্রে গিয়েছেন। এখন দেখার বিষয়, তারা কেন্দ্রে ঢুকতে পেরেছেন কি না।”

সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে এই প্রার্থী বলেন, “আশা করি, শেষ পর্যন্ত সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আচরণবিধি মেনে চলবেন।”

ভাই তাফসির এবং স্ত্রীসহ পরিবারের সদস্যরা এ সময় তাবিথের সঙ্গে ছিলেন।