চট্টগ্রামে ভোট কিনতে ‘টাকা বিলির’ সময় গ্রেপ্তার ৪

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আগের রাতে ভোট কিনতে ‘টাকা ছড়ানোর’ অভিযোগে পাঁচলাইশ থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2015, 02:41 AM
Updated : 28 April 2015, 02:41 AM

সোমবার গভীর রাতে খতিবের হাট মহিলা মাদ্রাসার পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পাঁচলাইশ থানার এসআই মনির হোসেন জানান।

এরা হলেন- মো. কামাল হোসেন (৩১), ইয়াকুব হোসেন (৪০), মো. তৈয়ব (২১) ও মো. জসিম (৩৫)।

তারা চারজনই বিএনপিসমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমের পক্ষে টাকা বিলি করছিলেন বলে দাবি পুলিশের।

“তাদের কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা বিলির একটি তালিকাসহ সাড়ে চার হাজার টাকা উদ্ধার করা হয়।”

পুলিশ সদস্য মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই মাদ্রাসার পাশে একটি ভবনের সামনে টাকা দেওয়ার খবর পেয়েই পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।  

মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে একযোগে ভোট শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।