আগে ভোট দেবেন নাছির, পরে মনজুর

চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র প্রার্থী মনজুর আলম কাট্টলী হাজী দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং আ জ ম নাছির উদ্দিন নগরীর চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 07:24 PM
Updated : 27 April 2015, 10:45 PM

মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নাগরিক কমিটির মিডিয়া টিমের সদস্য মিজানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকেই মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন ভোট দেবেন।

এরপর তিনি নগরীর বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ দেখতে যাবেন।

অন্যদিকে সদ্য সাবেক মেয়র মনজুর আলম ভোট দেবেন সকাল ১০টায়।

মনজুর আলমের ছেলে সরওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টায় বাবা বাড়ি থেকে বের হবেন। ১০টা নাগাদ তিনি ভোট দেবেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এবার মেয়র পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিএনপি সমর্থিত মনজুর আলম কমলালেবু, আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী ও আ জ ম নাছির উদ্দিন হাতি মার্কা মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এছাড়া জাতীয় পার্টি সমর্থিত সোলায়মান আলম শেঠ ডিস এন্টেনা, বিএনএফের আরিফ মঈনুদ্দীন টেলিভিশন, ইসলামিক ফ্রন্ট সমর্থিত এম এ মতিন চরকা, ইসলামিক ফ্রন্ট সমর্থিত হোসেন মোহাম্মদ মুজিবল হক শুক্কর ময়ূর প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

অন্যন্যদের মধ্যে সৈয়দ সাজ্জাদ জোহা ক্রিকেট ব্যাট, ওয়ায়েজ হোসেন ভুঁইয়া টেবিল ঘড়ি, শফিউল আলম ইলিশ মাছ, সাইফুদ্দিন আহমেদ রবি ফ্লাক্স, আবুল কালাম আজাদ দিয়াশলাই এবং গাজী মো. আলাউদ্দিন টেলিস্কোপ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এবছর চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। এর মধ্যে ৯ লাখ ৩৭ হাজার ৫৩ জন পুরুষ ও ৮ লাখ ৭৬ হাজার ৩৯৬ জন মহিলা ভোটার।