নিজ এলাকার কলেজ প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

হাওর এলাকার উন্নয়নে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন ও অষ্টগ্রামের জনসাধারণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 05:10 PM
Updated : 27 April 2015, 05:10 PM

সোমবার জন্মস্থান মিঠামইনের মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের একটি প্রতিনিধি দল দেখা করতে বঙ্গভবনে গেলে তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এসময় তার সঙ্গে ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে হাওর এলকার বিভিন্ন সমস্যার বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে তারা নিজেদের কলেজকে সরকারিকরণের জন্য বিষয়টিও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

“রাষ্ট্রপতি তাদের বিভিন্ন কথা মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি বলেছেন, ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।”

সাবেক স্পিকার আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক এখন ওই আসনের সংসদ সদস্য।

স্থানীয় সংসদ সদস্য তৌফিকও অন্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন।

বিকালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের চেয়ার‌ম্যান বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতের সময় প্রতিনিধি দল কমিশনের প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করেন।