গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১ জনের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি নির্মাণাধীন কারখানায় পাইপের ফুটো থেকে গ্যাস নির্গত হয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ এক নারীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 03:11 PM
Updated : 27 April 2015, 03:11 PM

সোমবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেহেনা আক্তারের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার সকাল সোয়া ৬টার দিকে পল্লীবিদ্যুৎ এলাকার ‘আগামী ওয়াশিং লিমিটেড’ কারখানায় এ অগ্নিকাণ্ডে ওই নারীসহ ছয় জন আহত হন।

দগ্ধদের মধ্যে চারজন হলেন- ফজলুল হক, দুলাল, ইয়াসিন ও আব্দুল মালেক। আরেকজনের নাম জানা যায়নি।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

অপূর্ব বল বলেন, “বয়লারের পাইপ লিক হয়ে গ্যাস জমেছিল। সকালে চুলা ধরানোর পর সেখানে আগুন ধরে যায় বলে ধারণা করা হচ্ছে।”

কালিয়াকৈর থানার এসআই মো. আজিম হোসেন বিডিনিউনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেহানা ওই নির্মাণাধীন কারখানার শ্রমিকদের জন্য রান্না করতে এসেছিলেন। তিনি চুলা ধরানোর পরপরই অগ্নিকাণ্ড ঘটে।

শ্রমিকরা তখন ঘুমিয়ে ছিলেন বলে জানান এই পুলিশ সদস্য।

আগুনে কারখানার ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।