ভোটারদের টাকা দেওয়ায় কামরাঙ্গীরচরে তিনজনকে সাজা

রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় ভোটরদের টাকা দেওয়ার অপরাধে তিনজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 02:56 PM
Updated : 27 April 2015, 02:56 PM

তারা হলেন, সেতারা বেগম, শিল্পী বেগম ও হোসনে আরা।

কামরাঙ্গীরচর থানার ওসি শেখ মহসিন আলম সাংবাদিকদের বলেন, ভোটের আগের দিন সোমবার দুপুরে তিনজনকে বড়গ্রাম মুজিবুর ঘাট এলাকায় ভোটাদের টাকা দেওয়ার সময় গ্রেপ্তার করা হয়।

এই তিনজন ৫৬ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করছিলেন বলে জানান ওসি। তিনি বলেন, তাদের কাছে ২৫ হাজার টাকা ও লিফলেট পাওয়া গেছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধ স্বীকার করায় সেতারাকে সাত দিন এবং শিল্পী ও হোসেন আরাকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার রাতে হাজারীবাগের একজন, সোমবার ভোরে রামপুরায় একজন এবং বিকালে মিরপুরে পাঁচজনকে ভোটারদের টাকা দেওয়ার সময় পুলিশ আটক করে।