সাত খুন: ৫ আসামিকে অন্তর্ভুক্তির দাবি

নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে আনা ও অভিযোগপত্র থেকে বাদ দেওয়া এজাহারের পাঁচ আসামিকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

নারায়গঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 02:44 PM
Updated : 27 April 2015, 02:44 PM

এ হত্যাকাণ্ডের বছরপূর্তিতে সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাকে এ মানববন্ধনে নিহতের স্বজনরাও অংশ নেন।  

মানববন্ধনে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের ভাই আব্দুস সালাম ও নিহত তাজুল ইসলামের বাবা আবুল খায়ের বক্তব্য রাখেন।

আব্দুস সালাম বলেন, সাত খুনের ঘটনায় অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া ৫ আসামির সবাই জড়িত। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা তাদেরকে কীভাবে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ না করে অব্যাহিত দিলেন?

তিনি অবিলম্বে ভারত থেকে নূর হোসেনকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

নিহত তাজুল ইসলামের বাবা আবুল খায়ের বলেন, সাত খুনের মামলাটি সারাদেশসহ বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী। অভিযোগপত্রে এজাহারভুক্ত  ৫ আসামিকে বাদ দেওয়ায় আমরা অসন্তুষ্ট ও ক্ষুব্ধ।

গত ৮ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ মন্ডল নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে ভারতের কারাগারে আটক নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে এবং ১৬ জনকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অব্যাহতি পাওয়াদের মধ্যে এজাহারভুক্ত পাঁচজনও রয়েছেন।