বাঘাইছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এক বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 02:11 PM
Updated : 27 April 2015, 02:11 PM

নিহত জ্ঞান জ্যোতি মহাস্থবির (৬৫) বঙ্গলতলী বি ব্লক শ্রাবস্তী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ছিলেন।

সোমবার ভোরে বিহারের ভেতরেই এ ঘটনা ঘটে।

এদিকে এ বৌদ্ধ ভিক্ষুকে হত্যার অভিযোগে এক যুবককে জনতা পিটিয়ে হত্যা করেছে বলে শোনা গেলেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

স্থানীয়দের বরাত দিয়ে বাঘাইছড়ি থানার ওসি আজিজুল হক জানান, সপ্তাহ খানেক আগে স্থানীয় রাজীব চাকমা (জাম্বু) বিহারের অধ্যক্ষ জ্ঞান জ্যোতি মহাস্থবিরের কাছে প্রব্রজ্যা (শ্রমন) গ্রহণ করেন।

সোমবার ভোর রাতে জ্ঞান জ্যোতি মহাস্থবিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় রাজিব।

তিনি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। ধর্মীয় রীতি এবং পরিবারের সদস্যদের অনাগ্রহের কারণে ময়নাতদন্ত না করে লাশ বিহারের কর্তৃপক্ষ ও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

“রাজিবকে স্থানীয়রা ধরে পিটুনিতে দিলে তার মৃত্যু হয় বলে লোকজনের মুখে থেকে শুনেছি। তবে তার লাশ পুলিশ পায়নি।”