ভোটের দিন পরিবেশ থাকবে শান্তিপূর্ণ : নাছির

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ভোট দিতে যাবে বলে আশা করছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 02:03 PM
Updated : 27 April 2015, 02:03 PM

সোমবার দুপুরে নগরীর নাছিরাবাদ হাউজিং সোসাইটিতে এলিজি টাওয়ারে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশা ব্যক্ত করেন তিনি।

নাগরিক কমিটির প্রার্থী নাছির বলেন, যে আনন্দমুখর পরিবেশ এখন বিদ্যমান রয়েছে সেটা ভোটের দিনও আশা করি থাকবে।

“ঈদের আনন্দ নিয়ে মানুষ ভোট দিতে ভোটকেন্দ্রে হাজির হবে।”

রোববার রাত ১২টায় প্রচারণা শেষ হওয়ার পর থেকে আ জ ম নাছিরে সময় কাটছে বাসায় ও নগরীর আগ্রাবাদের ব্যবসায়িক কার্যালয়ে আগত নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে।

সোমবার সকাল থেকেই নেতাকর্মীরা তার আন্দরকিল্লার পৈত্রিক বাসায় ভিড় করেন। তিনি এসময় তাদের কাছ থেকে নির্বাচনের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। ফোনেও যোগাযোগ করেন নেতাকর্মীদের সাথে।

বেলা ১১টার দিকে বাসা থেকে বের হয়ে যান আগ্রাবাদের ব্যবসায়িক কার্যালয়ে । সেখান থেকে নেতাকর্মীদের নিয়ে বাসায় দুপুরের খাবার খান। বিকাল চারটায় বের হয়ে যান আগ্রাবাদ হোটেলে।

বাসায় সাংবাদিকদের আ জ ম নাছির বলেন, “নির্বাচনের পূর্বপ্রস্তুতির অনেকগুলো কাজ আছে। সেগুলোর মনিটরিংয়ে সময় কাটছে এখন। অনেক জায়গায় যেতে হচ্ছে। নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে হচ্ছে। ৪১ ওয়ার্ডের প্রস্তুতির খোঁজখবর নিচ্ছি।”

আ জ ম নাছিরের এবারের প্রচারণায় প্রথমবারের অংশ নিয়েছেন তার স্ত্রী শিরিন আকতার। সঙ্গে শিরিনের বড় বোন নাছিম আকতারও।

শিরিন আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, “জীবনে প্রথমবারের মত মানুষের কাছে ভোট চাইতে গিয়েছি। আশাতীত সাড়া পেয়েছি যেখানেই গিয়েছি। আ জ ম নাছিরকে মানুষ এত ভালবাসে সেটা প্রথমবারের মত স্বচক্ষে দেখেছি।

“সবাই শুধু একটি কথাই বলেছে আমরা পরিবর্তন চাই। আগের মেয়র চট্টগ্রামবাসীকে হতাশ করেছেন।”

নির্বাচন উপলক্ষে আ জ ম নাছিরের বাসায় দোয়া, কোরআন খতম ও মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়।