অবসরের ২ দিন আগে জ্যেষ্ঠ সচিব হলেন রণজিৎ

অবসরে যাওয়ার দুদিন আগে পদোন্নতি পেয়ে জ্যেষ্ঠ সচিব হয়েছেন সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 12:43 PM
Updated : 27 April 2015, 12:43 PM

সোমবার তথ্য ক্যাডারের এই কর্মকর্তার পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রণজিৎকে নিয়ে জনপ্রশাসনে এখন জ্যেষ্ঠ সচিবের সংখ্যা দাঁড়ালো ৮ জনে।

আগামী ৩০ এপ্রিল অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন রণজিৎ।

১৯৮১ সালের ৪ ফেব্রুয়ারি তথ্য কর্মকর্তা হিসাবে সরকারি চাকরিতে যোগ দেন রণজিৎ। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্বেও ছিলেন তিনি।

এর আগে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন রণজিৎ।

২০১১ সালের ১৪ মার্চ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পাওয়ার পর একই বছরের ১০ অক্টোবর একই মন্ত্রণালয়ের সচিব হিসাবে পদোন্নতি পান তিনি।

২০১৩ সালের ২৫ মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসাবে নিয়োগ পান রণজিৎ।

রোববার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকতারী মমতাজ।