কঠোর থাকার হুঁশিয়ারি সিইসির

ঢাকা ও চট্টগ্রামের তিন সিটিতে নির্বাচনে বেআইনি সব কার্যক্রম কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 12:42 PM
Updated : 27 April 2015, 12:42 PM

তিন সিটি করপোরেশনে ভোটের আগের দিন সোমবার নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে এক সংবাদ সম্মেলনে তিনি ভোটারদের ‘স্বতফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রার্থীদের উদ্দেশে কাজী রকিব বলেন, “আইন ভঙ্গ করবেন না, আইন মেনে চলুন। আইন অমান্য করলে কঠোরভাবে দমন করা হবে।”

নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করবে। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করুন, পালন না করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে।”

প্রধান নির্বাচন কমিশনার জানান, তিন সিটিতে র‌্যাব-বিজিবিসহ ৮০ হাজার আইন-শৃঙ্খলাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনী দায়িত্ব পালনে থাকবেন মোট ৫৯ হাজার ৩৬৩ জন কর্মকর্তা। 

“কোনো কেন্দ্রে সমস্যা দেখা গেলে তাৎক্ষণিকভাবে আইন শৃংখলা রক্ষার জন্য সেনাবাহিনীকে ডাকা হবে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।”