বরগুনায় হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ঢাকা জর্দা কোম্পানির কর্মচারী মাধব হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরগুনার একটি আদালত।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 12:09 PM
Updated : 27 April 2015, 12:09 PM

সোমবার বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

এছাড়া দণ্ডিতদের পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং লাশ গুমের অপরাধে আরও পাঁচ বছর কারাদণ্ড ও তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডিতরা হলেন পাথরঘাটা পৌরসভার জলিলুর রহমান কালু ও শহিদুল ইসলাম।

বরগুনার অতিরিক্ত পিপি আক্তারুজ্জামান বাহাদুর জানান, বগুনার মাইঠা কড়ইতলা গ্রামের কানাই চন্দ্রের ছেলে মাধব চন্দ্র ঢাকা জর্দা কোম্পানিতে চাকরি করতনে।

২০০৫ সালে ২৬ মার্চ পাওনা টাকা আদায়ের জন্য পাথরঘাটা যান মাধব। ওইদিন পাথরঘাটা পৌরসভার জলিলুর রহমান কালু ও শহিদুল ইসলাম তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ বস্তায় ভরে নদীতে ফেলে দেয়।

এর তিন দিন পরে পাথরঘাটার হোগলাপাশা গ্রামের ভারানী খাল থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। ওইদিন জলিলুর রহমান কালুকে গ্রেপ্তার করা হলে তিনি পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেন। তার স্বীকারোক্তি মোতাবেক শহিদুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় কানাই চন্দ্র বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।