বাগেরহাটে আ. লীগকর্মী খুন, গ্রেপ্তার ১

বাগেরহাট সদরে এক আওয়ামী লীগকর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 12:08 PM
Updated : 27 April 2015, 12:08 PM

সোমবার সকালে উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে মোজাফফর রহমান ওরফে রাজা শেখের (৩৬) উপর হামলা হয়।

বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজা শেখ কৃষ্ণনগর গ্রামের ইসমাঈল শেখের ছেলে।

এ হত্যাকান্ডে জড়িত সন্দেহে শেখ শহীদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। শহীদুল কৃষ্ণনগর গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে।

নিহতের ভাগ্নে মো. রাব্বি শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার মামা সকাল সাড়ে ১১টায় বাড়ি থেকে বের হয়ে বড় খোকার দোকানের সামনে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা স্থানীয় শহীদুল, আল আমিন ও মিজান রাম দা ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে চলে যায়।

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা উদ্ধার করে তাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

“আমার মামা আওয়ামী লীগের সত্রিয় কর্মী,” বলেন তিনি।

তবে, কী কারণে তার উপর হামলা হয়েছে তা তিনি বলতে পারেননি।

বাগেরহাট মডেল থানার ওসি মো. তোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে রাজাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এবং তার উপর হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে শহীদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

কী কারণে রাজাকে হত্যা করা হয়েছে তা জানতে গ্রেপ্তার করা শহীদুলকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।