‘নেপালের অশ্রু মোছাতে হাত বাড়াও’

ভূমিকম্পে বিপর্যস্ত স্বদেশীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে দান বাক্স হাতে সাহায্যের জন্য রাস্তায় নেমেছেন সিলেটে অবস্থানরত নেপালি শিক্ষার্থীরা।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 11:27 AM
Updated : 27 April 2015, 08:07 PM

সোমবার সকাল থেকে সিলেট নগরীর বিভিন্ন বিপণী বিতান ও সড়ক ঘুরে ঘুরে নিজ দেশের ভূমিকম্প কবলিত মানুষের জন্য সহায়তা সংগ্রহ করছিলেন তারা।

সংখ্যায় তারা ৩৫ এর মতো। পড়ছেন সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজে।

‘নেপালের অশ্রু মোছাতে হাত বাড়াও, সহস্রাধিক ঝরে পড়া প্রাণের জন্য প্রার্থনা করো’ বাক্সের গায়ে এমনটি লিখে তারা ঘুরছিলেন। সাহায্য সংগ্রহকারীদের চোখে জল। কথা বলতে পারছেন না কেউ। কান্নায় জড়িয়ে যাচ্ছে কথা।

গত শনিবার (২৫ এপ্রিল) ভয়াবহ ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গেছে তাদের ছোট্ট সুন্দর দেশটি। নিহত হয়েছে তিন সহস্রাধিক মানুষ।

ভূমিকম্পে  এ শিক্ষার্থীদের কেউ স্বজন হারিয়েছেন, কেউ কেউ আবার এখনও জানেনই না তাদের স্বজনেরা বেঁচে আছেন কি না।

সিলেটের ব্যবসায়ী-ক্রেতা-যাত্রী পথচারীরাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন প্রতিবেশী দেশটির অশ্রু মুছিয়ে দিতে।

সাধ্যমতো সহায়তা করছেন সাহায্যের আবেদন নিয়ে আসা এই শিক্ষার্থীদের। অনেকেই আবার সহায়তা সংগ্রহে তাদের সঙ্গীও হয়েছেন।

সাহায্য সংগ্রহকারীরা জানান, দুটি দলে ভাগ হয়ে নগরীর দুই প্রান্তে সাহায্য সংগ্রহে নেমেছেন তারা। আজকেই সাহায্য সংগ্রহ করে মঙ্গলবার তা পাঠিয়ে দেবেন নেপালে। যেখানে দুর্যোগ মোকাবেলায় লড়াই করছে তাদেন স্বজনরা।

ওই দলের সদস্য সুশীল বে কেছী বলেন, “ভূমিকম্পে নেপাল বিধ্বস্ত। এই দুঃসময়ে সবার ক্ষুদ্র সাহায্যই অনেক বড় কিছু। আমরা সবার কাছে সাহায্যের আবেদন নিয়ে হাজির হয়েছি।”

সাহয্য সংগ্রকারী দলের আরেক সদস্য অর্জুন কেছি বলেন, ভূমিকম্পের বিপর্যয়ে আমাদের অনেক স্বজন আজ আমাদের মাঝে নেই। হঠাৎ দুর্যোগ কেড়ে নিয়েছে তাদের।

“যারা চলে গেছেন তাদের তো আর পাওয়া যাবে না। কিন্তু যারা বেঁচে আছেন, যারা আহত অবস্থায় আছেন তাদের জন্য আমাদের কিছু করা প্রয়োজন। এদের সাহায্যার্থেই আজ আমরা রাস্তায় নেমেছি।”

“নেপালের এই দুর্দিনে বাংলাদেশিরা আমাদের পাশে থাকবে এমনটাই আশা করছি,” বলেন অর্জুন কেছি।