ভোট কিনতে ‘টাকা বিলির’ অভিযোগে ঢাকায় আটক ২

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোট কিনতে টাকা ছড়ানোর অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 04:51 AM
Updated : 27 April 2015, 05:55 AM
রোববার রাত ও সোমবার ভোরে হাজারীবাগের গণকটুলী লেইন ও ঢাকার রমনার চল্লিশঘর বস্তি এলাকা থেকে আলাউদ্দিন ও মো. মাসুদ নামের ওই দুজনকে আটক করা হয়।  

এদের মধ্যে সোমবার ভোররাতে মাসুদকে ১৫ হাজার টাকাসহ আটক করা হয় বলে রমনা থানার ওসি মশিউর রহমান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঢাকা উত্তর ৩৫ নম্বর ওয়ার্ডের বিএনপিসমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী শেখ আমির হোসেন আমিরের পক্ষে ভোটারদের টাকা বিতরণের সময় মাসুদকে আটক করা হয়।

এর আগে রোববার রাত ১২টার দিকে হাজারীবাগের গণকটুলী লেইন এলাকায় ‘ভোটারদের টাকা দেওয়ার’ সময় আলাউদ্দিনকে আটক করা হয় বলে হাজারীবাগ থানার ওসি মঈনুল ইসলাম জানান।

তিনি বলেন, “আলাউদ্দিনের কাছে বিশ হাজার টাকা পাওয়া যায়। তবে তিনি কোন প্রার্থীর পক্ষ নিয়ে টাকা বিতরণ করছিলেন তা বলেননি।”

তবে আলাউদ্দিন হাজারীবাগ থানা যুবদলের সহ-সভাপতি বলে জানান ওসি।

আগামী মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে একযোগে ভোট হবে। এরইমধ্যে রোববার রাত ১২টা থেকে প্রার্থীদের প্রচার শেষ হয়েছে।