১৪ বছর সাজা খেটে দেশে ফিরেছে দুই বাংলাদেশি

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে ১৪ বছর সাজা খেটে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি।  

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 04:12 AM
Updated : 27 April 2015, 04:12 AM

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ তাদের বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

এরা হলেন- শেখ মিজানুর রহমান (৪০) ও সাইফুল হাওলাদার (৩৫)। তাদের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আসলাম খান জানান, ভারত সরকারের দেওয়া বিশেষ পাসের মাধ্যমে তারা দুজন ফেরত আসেন। রাতেই তাদের বেনাপোল বন্দর থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

ওসি আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাল চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা অবৈধপথে তাদের ভারতে পাচার করে। সেখানে যাওয়ার পর দিল্লি শহরে তাদের আটক করে পুলিশ। আদালত তাদের সাজা দিয়ে ‘তিহার জেলে’ পাঠায়।

সাজার মেয়াদ শেষে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয় বলে জানান ওসি।  

বেনাপোল বন্দর থানার এসআই কওছার আলি জানান, থানায় আইনি প্রক্রিয়া শেষে মিজান ও সাইফুল বাড়ি ফিরতে পারবেন।