অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের সুপারিশ

অবৈধ গ্যাস সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করার সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 06:26 PM
Updated : 26 April 2015, 06:26 PM

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “প্রচুর পরিমাণ গ্যাস অবৈধ সংযোগকারীরা ব্যবহার করছে। কমিটির সুপারিশ সত্ত্বেও ওই সব অবৈধ সংযোগ বন্ধ হয়নি। কমিটির দ্রুত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে।”

বৈঠকে দেশের গ্যাস ফিল্ডগুলোর বিগত ১০ বছরের ফিল্ডওয়ারি গ্যাসের উৎপাদন ও সরবরাহ এবং খাতওয়ারি চাহিদা নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া গ্যাস উত্তোলন ও সরবরাহ বাড়াতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে আরও শক্তিশালী ও সক্রিয় করার সুপারিশ করা হয়েছে বলে তাজুল জানান।

দেশে বর্তমানে সরবরাহ করা গ্যাসের প্রায় ১২ শতাংশ মানুষ যায় গৃহস্থালিতে। বাকিটা যায় শিল্পোৎপাদনে।

তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য হুইপ মো. আতিউর রহমান আতিক, আবু জাহির, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও নাসিমা ফেরদৌসী অংশ নেন।