পাইপে জিহাদের মৃত্যু: ঠিকাদারের জামিন  

বাদীর আপত্তি না থাকায় দেড় মাস কারাগারে থাকার পর জামিন পেলেন পাইপে পড়ে শিশু জিহাদ মৃত্যুর ঘটনার অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক প্রকৌশলী আব্দুস সালাম।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 04:50 PM
Updated : 26 April 2015, 04:50 PM

রোববার তাকে জামিন দেন ঢাকার মহানগর হাকিম মো. আমিনুল হক।

এ আদালত সংশ্লিষ্ট পুলিশ এসআই আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিহাদের বাবা আদালতে একটি হলফনামা জমা দিয়ে বলেন যে অভিযুক্ত জামিন পেলে তার কোনো আপত্তি নেই।”

গত ৭ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার পরিদর্শক আবু জাফর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আসামিদের বিরুদ্ধে অপরাধজনক প্রাণনাশের অভিযোগ আনা হয় অভিযোগপত্রে। অভিযুক্ত অন্য আসামি প্রকৌশলী জাহাঙ্গীর আলম এখনও পলাতক।

শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসাতে মাটির নিচে ঢোকানো ওই পাইপে গত ২৬ ডিসেম্বর পড়ে গিয়েছিল জিহাদ। ওই গর্তটি পরিত্যক্ত হওয়ায় তার মুখ খোলা রেখেই অন্য স্থানে কাজ চলছিল।   

ওই প্রকল্পের পরিচালক ছিলেন রেলওয়ের জ্যেষ্ঠ উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। কাজটি করছিল সালামের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসআর। সালাম গত ৮ মাচ আদালতে আত্নসমর্পরণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।

কয়েকশ ফুট গভীর ওই নলকূপের পাইপে শিশু জিহাদ পড়ে যাওয়ার পর তাকে উদ্ধারের অভিযান নিয়ে সারা দেশ ছিল উৎকণ্ঠায়। প্রায় ২৩ ঘণ্টা পর শিশুটিকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এরপর জিহাদের বাবা নাসির ফকির শাহজাহানপুর থানায় মামলা করেন, যাতে জাহাঙ্গীর ও সালামকে আসামি করা হয়।

জাহাঙ্গীরকে ঘটনার দিনই সাময়িক বরখাস্ত করা হয়; ঠিকাদার প্রতিষ্ঠান জেএসআরকে করা হয় ‘কালো তালিকাভুক্ত’।