ককপিটে ফিরল ইউনাইটেডের ধর্মঘটী পাইলটরা

ধর্মঘটী বৈমানিকরা কাজে ফেরায় স্বাভাবিক হয়ে এসেছে ইউনাইটেড এয়ারওয়েজের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 04:11 PM
Updated : 26 April 2015, 04:11 PM

বেসরকারি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পর্ষদের সঙ্গে আলোচনা শেষ করে শনিবার বিকালে পাঁচ দিনের চলমান ধর্মঘটের ইতি টানেন বৈমানিকরা।

রোববার থেকে তারা পুনরায় কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের এজিএম (মার্কেটিং অ্যান্ড পিআর) কামরুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্মবিরতি পালন করা ক্যাপ্টেনদের সঙ্গে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কয়েকদফা আলোচনা শেষে শনিবার বিকালে তারা কর্মবিরতি ভেঙে নিঃশর্তভাবে কাজে যোগদান করেন।”

শনিবার থেকে নিয়মিত ফ্লাইটগুলো চলতে শুরু করেছে বলেও জানান তিনি।

এক মাসের বেতন বকেয়া থাকায় ২২ এপ্রিল সকাল থেকে ইউনাইটেডের বৈমানিকরা ধর্মঘট শুরু করেন। এতে বিমান পরিবহন সংস্থাটির সব ধরনের ফ্লাইট বন্ধ হয়ে যায়।

বৈমানিকরা কর্মবিরতি থেকে সরে না আসায় বিকল্প ব্যবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকা-যশোর রুটে অভ্যন্তরীণ এবং শনিবার চট্টগ্রাম থেকে কলকাতা ফ্লাইট চালু করা হয়।

এর আগে বৃহস্পতিবার ইউনাইটেড কর্তৃপক্ষ বলেছিল, বৈমানিকরা কাজে না ফিরলে দ্রুততম সময়ে ক্যাপ্টেন নিয়োগের মাধ্যমে উদ্ভূত সমস্যার সমাধান করা হবে।

ইউনাইটেডে ১২ জন বৈমানিক রয়েছেন। তাদের বহরে রয়েছে একটি ড্যাশ-৮, তিনটি এটিআর-৭২, পাঁচটি এমডি-৮৩ এবং দুটি এয়ারবাস-৩১০সহ মোট ১১টি উড়োজাহাজ।