কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের সহায়তা

যশোরের শার্শায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি অনুদান দেওয়া হয়েছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 03:51 PM
Updated : 26 April 2015, 03:51 PM

রোববার দুপুরে শার্শার ৬৬৬টি পরিবার ও ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ওই অনুদান দেওয়া হয়।

ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল আলম ক্ষয়ক্ষতি বিবেচনায় ১৪৯ পরিবারের মধ্যে ২০ কেজি ও ৪৬৮ পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করেন।

এ সময়  ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে নগদ এক হাজার করে টাকা প্রদান করা হয়।

এছাড়া বিকালে উপজেলা পরিষদে ক্ষতিগ্রস্ত নয়টি পরিবারের মধ্যে ৯ বান্ডেল টিন, চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯ বান্ডেল ঢেউটিন এবং প্রতিটি পরিবার ও প্রতিষ্ঠানকে তিন হাজার টাকার চেক প্রদান করা হয়।

গত ৭ এপ্রিল কালবৈশাখী ঝড়ে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের ১০ গ্রামটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। ওই ঝড়ে বহু ঘরবাড়ি ও গাছপালা উপড়ে পড়ে।